Tarms & Conditions

আবাসন মেলার উদ্দেশ্য ও লক্ষ্য কি কি ?

১) প্রোপার্টি : মানুষ যাতে সহজে মোবাইল হতে সম্পূর্ণ বিনাখরচে ও গোপনে সরাসরি যোগাযোগ করে জমি, প্লট, বাড়ি, ফ্ল্যাট, দোকান, অফিস স্পেস, খালি ফ্লোর, গ্যারেজ ও গোডাউন ক্রয়-বিক্রয় এবং ভাড়া দেয়া-নেয়া করতে পারে । দুনিয়াবী সুবিধা হোক বা না হোক এই খেদমতের বিনিময়ে আমরা আল্লাহ সন্তুষ্টি কামনা করি।

নিয়োমাবলী :

১) Ad Post (property) : এক্ষেত্রে একজন বিক্রেতা তার সম্পদ বিক্রি করতে চাইলে, প্রথমে আমাদের ওয়েব সাইটে “রেজিস্টার” এ ক্লিক করে একটি ফরম পূরন করে সদস্য হতে হবে। এরপর লগইন করে তার এডটি পোষ্ট করতে হবে । অবশ্যই পূর্ণ বিবরনসহ ছবি ও লোকেশন ম্যাপ থাকতে হবে। অতপর কোন ভূল থাকলে তা এডিট করে  Abashonmela.com এর এডমিন উক্ত পোষ্টটি ৪৮ ঘন্টার মধ্যে পাবলিশ করবে।

২) Buyer এবং Tenant  : যদি ক্রেতা তার নির্দিষ্ট এলাকায়, নিজস্ব (বিকল্প) পছন্দের সম্পদ কিনতে বা ভাড়া নিতে চান, তবে উপরোক্ত নিয়মে রেজিস্টার ও লগইন করে Buyer এবং Tenant এ আপনার চাহিদার বিবরন লিখে পোষ্ট করুন দিন । সকল মানুষ তা দেখবে এবং আপনার চাহিদা মোতাবেক সম্পদ এর বিবরন ও ছবি আপনার নিকট মেসেজ ও কমেন্ট করে পাঠাতে থাকবে । এছাড়াও Abashonmela.com এর এডমিন বিক্রেতার পোষ্টগুলোও ৪৮ ঘন্টার মধ্যে যাচাই বাছাই করে বা এডিট করে  পাবলিশ করে দিবেন ।